নারায়ণগঞ্জ

করোনা ভাইরাস মহামারি ভয়াবহ আকার ধারণ করায় অর্থনীতিতে ধস


করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ইউরোপের দেশগুলো ইতিমধ্যে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ করে রেখেছে। ফলে অর্থনীতিতে নিম্নমুখিতা অনিবার্য। জনপ্রিয় পর্যটন গন্তব্যের দেশগুলোতে বেশি প্রভাব পড়বে। বিশেষ করে গ্রিসেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে।


গ্রিসের অর্থনৈতিক কার্যক্রম ৯ দশমিক ৭ শতাংশ কমবে। স্পেন ও ইতালিতে এই হার হবে ৯ শতাংশ। মাল্টা আর সাইপ্রাসেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।


ইউরোপীয় কমিশনের অর্থনৈতিক কমিশনার পাওলো জেনটিলনি বর্তমান পরিস্থিতিকে গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পরে সবচেয়ে ভয়ানক বলে বর্ণনা করেছেন।


পাওলো জেনটিলনি বলেন, করোনার প্রভাব হবে অসম। প্রভাবের মাত্রা নির্ভর করবে কত দ্রুত বিভিন্ন দেশে লকডাউন উঠে যায় এবং পর্যটনের মতো সেবা খাতগুলো ঘুরে দাঁড়ায়, তার ওপর।


ইসি বলছে, করোনার কারণে অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব পড়বে কর্মসংস্থানে।

Admin

0 Comments

Please login to start comments