বাংলাদেশ

করোনা দুর্যোগকালে মার্কেট এখন জমজমাট।


করোনা দুর্যোগকালে নারায়ণগঞ্জকে রেড জোন ঘোষনা করায়  ঈদের কেনাকাটা করতে শহরে না গিয়ে ভিড় জমাচ্ছে বক্তাবলী মার্কেটে।যার ফলে বিগত বছর থেকে বক্তাবলী মার্কেটে এ বছর ঈদের বাজার বেশ জমে উঠেছে।সামাজিক দুরুত্ব বজায় না রেখে অবাধে চলছে বেচাকেনা।বক্তাবলীর মার্কেট ঘুরে দেখা গিয়েছে ৯০% ক্রেতা ও বিক্রেতাদের হাত সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস,মার্কস নেই।ধারণা করা গিয়েছে ,অসচেতনতার ফলে বক্তাবলীতে ঘটতে পারে মারাত্নক বিপদ।বক্তাবলী ও অালীরটেক ইউনিয়নের মানুষের ধারনা,বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী সাহেব চাইলে বক্তাবলী মার্কেটে ক্রেতা বিক্রেতাদের হ্যান্ড গ্লাপস ও মার্ক বাধ্যতামূলক করে কিছুটা করোনা ঝুকি কমাতে পারে।

Admin

0 Comments

Please login to start comments