বাংলাদেশ

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬৮৮ জন,মারা গেছে ৫ জন..


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে দেশে এইপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৮৮ জন। ভাইরাসটিতে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০১৪৩ জন।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। লাইভে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে  ৬২৬০টি। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪টি। 

নতুন করে নমুনা পরীক্ষায় আরও ৬৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন  ১০১৪৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গেছেন ৫ জন। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ১৮২ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২০৯ জন।

Admin

0 Comments

Please login to start comments