আন্তর্জাতিক

কোভিড নাইন্টিন মহামারি যুক্তরাষ্ট্রে মৃত্যুর ৬৫ হাজার........


কোভিড নাইন্টিন মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে। শনিবার সেখানে নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ১,২৯৩ জন। এ নিয়ে টানা তিনদিন সেখানে সহস্রাধিক মানুষ এ রোগে আক্রান্ত হলো। একই সময়ে সেখানে মহামারিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৫ জন। এমনটাই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে। তবে মহামারি যখন প্রকট রূপ ধারণ করেছে ঠিক তখনি লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সেখানকার গভর্নর। গত শুক্রবার গভর্নর গ্রেগ এবোটের নির্দেশের পর টেক্সাসের অর্থনৈতিক কার্যক্রম চালু হয়েছে। চালু হয়েছে বিনোদন সেবাগুলোও।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এতে চরম ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সেখানকার চিকিৎসাকর্মীদের। নিউইয়র্কের বাসিন্দারা তাই প্রতিদিন সন্ধ্যা সাতটায় বাসাবাড়ি বা নিজ নিজ অবস্থান থেকে হাততালি দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান করোনাযুদ্ধের সম্মুখসারির এই সৈনিকদের। মানুষের কৃতজ্ঞতার জবাব দিতে শুক্রবার বাইরে বেরিয়ে আসেন লেনক্স হিল হসপিটালের চিকিৎসাকর্মীরা। এ দিনই তাঁরা করোনা চিকিৎসায় নতুন ওষুধ ব্যবহারের অনুমতি পেয়েছেন।

Admin

0 Comments

Please login to start comments