করণ জোহর ও আলিয়া ভাটঘটনাটি ১৯৪০ সালের। তবে এর সঙ্গে রয়েছে ২০১৮ সালের গ্ল্যামার। ছবির নাম ‘কলঙ্ক’। পরিচালক অভিষেক বর্মণ। অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, কুনাল খেমু প্রমুখ। ছবির অন্যতম প্রযোজক করণ জোহর বললেন, ‘আমার জন্য “কলঙ্ক” একটি ইমোশনাল জার্নি। ১৫ বছর আগে এই ছবির ভাবনা আমার মাথায় আসে। আমার বাবার তত্ত্বাবধানে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল। সেই ছবির দায়িত্ব অভিষেকের মতো একজন বিচক্ষণ পরিচালকের হাতে তুলে দিতে পেরে আমি খুশি। শিবানী ভাতিজার লেখা অসাধারণ গল্প নিয়ে দারুণ চিত্রনাট্য লিখেছেন অভিষেক।’‘কলঙ্ক’ ছবির পোস্টার‘কলঙ্ক’ ছবিতে আলিয়া ভাটকে নাচের প্রশিক্ষণ দিয়েছেন মাধুরী দীক্ষিত। প্রায় এক মাস মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচের মহড়া করেছেন আলিয়া ভাট। এর আগে আলিয়া ভাট জানান, ‘কলঙ্ক’ ছবির সেটে মাধুরী দীক্ষিতকে কাছ থেকে দেখে তিনি নাকি পাথর হয়ে গিয়েছিলেন। বললেন, ‘দুই দিন শুটিং করার পর আড়ষ্টতা একটু কেটেছে। কোনো দিন ভাবিনি, আমরা একসঙ্গে ক্যামেরার সামনে কাজ করব। মাধুরী এখনো এত সুন্দরী যে চোখ ফেরানো যায় না।’
‘কলঙ্ক’ ছবির সঙ্গে মিশে আছে করণ জোহরের আবেগ আর অনুভূতি। এবার সঞ্চালক নেহা ধুপিয়ার জনপ্রিয় শো ‘নো ফিল্টার নেহা’র একটি পর্বে অতিথি হয়ে আসেন করণ জোহর। নিজের নতুন ছবি ‘কলঙ্ক’ নিয়ে জানতে চাওয়া হয় তাঁর কাছে। এই ছবির কোনো কিছুই সামনে আসতে দেওয়া হয়নি। এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। তাই এই ছবিকে ঘিরে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে।
0 Comments
Please login to start comments