বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালের ১লা ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন। সেই সময় বলিউড-হলিউডের অনেকে বলেছিলেন প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা।
তাই এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। বিয়ের আগে থেকেই এই গুঞ্জন ছিল। এবার নিজেই তার খোলামেলা জবাব দিলেন। বিয়ের পর প্রথম বার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি মুখোমুখি হয়েছিলেন মার্কিন সমাজকর্মী ও সঞ্চালক এলেন ডিজেনারেসের।
এলেন তাকে প্রশ্ন করেছিলেন, নিকের সঙ্গে বিয়ের সিদ্ধান্তের পিছনে পরস্পরের প্রতি ভাল লাগা ছাড়াও কি অন্য কিছু রয়েছে? প্রিয়াঙ্কা মা হতে চলেছেন, এ খবরটা তা হলে একেবারেই সত্যি নয়? এর পর এলেনের কথায় প্রিয়াঙ্কা বলেন, তিনি এ বার টেলিভিশনের সামনেই প্রমাণ করে দেবেন যে তিনি অন্তঃসত্ত্বা নন। এরকম একটা সুখবর থাকলে তিনি কখনওই তা গোপন করতেন না।এলেনের অনুরোধে টাকিলা শট (অ্যালকোহলজাতীয় পানীয়) নিয়ে প্রিয়ঙ্কা বললেন, অন্তঃসত্ত্বা হলে আমি কখনও অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না। এ বার বিশ্বাস হল তো?
0 Comments
Please login to start comments