নারায়ণগঞ্জ

কাশিপুরে অনেকে জানেন না নৌকার প্রার্থী আছে : সাইফ উল্লাহ বাদল

বক্তব্য রাখছেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উল্লাহ বাদল


আসন্ন কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফল চেয়ারম্যান ও পূণরায় পদপ্রার্থী এম সাইফ উল্লাহ বাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে কাশিপুর উত্তর নরসিংপুর কাউয়াপাড়া মাদ্রাসা মাঠে নৌকার পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল।
এসময় তিনি বলেন, আমি চেয়ারম্যান হই বা না হই কাশিপুরে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে কাশিপুরে কতটুকু উন্নয়ন করেছি জনগণই তা বলতে পারবেন। আমার উন্নয়নের এলাকা গুলোতে যারা চলাচল করছেন তারা অনেক ভাল বলতে পারবেন। কাশিপুরে কতটুকু উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের উন্নয়নের কথা বলে শেষ করে যাবে না। বিগত ২০ বছরে বিগত চেয়ারম্যানগনরা কাশিপুরে কি উন্নয়ন করেছেন আর আমি এই ৫ বছরে কি উন্নয়ন করেছি তা যাচাই করলে হিসাব মিলে যাবে। তাই আমি স্পষ্ট ভাবে বলতে চাই এবারের নির্বাচন আমি চেয়ারম্যান হই বা নাহই, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি হিসাবে কাশিপুরের উন্নয়ন করেই যাবো।

 

সাইফউল্লাহ বাদল আরো বলেন, কাশিপুরে অনেকে জানেন না নৌকার প্রার্থী আছে কিংবা অন্য প্রার্থী আছে। নৌকার জন্য মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। মানুষকে বুঝাতে হবে নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকার মালিক শেখ হাসিনা, নৌকার মালিক শামীম ওসমান। তাই নৌকাকে বিজয়ী করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানকে বিজয়ী করা। তাই আগামী ১১ নভেম্বর কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।

 


উঠান বৈঠকে স্থানীয় সমাজ সেবক হাজী নুরুল আমিনের সভাপতিত্বে এবং কাশিপুর ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সস্পাদক বাদশা মিয়ার সার্বিক পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রতন, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর আওয়ামীলীগের সাধারণ সস্পাদক এমএ সাত্তার ও কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Admin

0 Comments

Please login to start comments