নিজস্ব প্রতিবেদক:
কাশিপুর ইউনিয়নের চেয়াম্যান প্রার্থী ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল বলেন, নৌকার সম্মান রক্ষা করা আমার এবং জনগনের দায়িত্ব। কেননা নৌকা স্বাধীনতার প্রতীক। এই নৌকার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি কাশিপুরের চেয়ারম্যান হওয়ার পরে কি পরিমান উন্নয়ন করেছি তা এই এলাকার মানুষ ভালো বলতে পারবে। আগে রাস্তা কেমন ছিল আর এখন কি পরিবর্তন হয়েছে। আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে আপনারা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। তখন কাশিপুর ইউনিয়ন একটি রোল মডেল।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে কাশিপুর মধ্যনরসিংপুর প্রাইমারী স্কুল মাঠে নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম সাইফউল্লাহ বাদল এসব কথা বলেন।
সাইফ উল্লাহ বাদল বলেন, আমার সাথে যে প্রতিদ্বন্ধিতা করছে ওনাকে কাশিপুরের বেশির ভাগ লোক চিনেন না। উনি জনগনের মাঝে ভোট চাইতে যায় না এবং কোন প্রচার প্রচারনা চালায় না। উনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে দাড়ায়নি। নৌকার বিপক্ষের শক্তি যারা ষড়যন্ত্র করছে তাদের ইন্ধনে কাজ করার জন্য নির্বাচনে অংশগ্রহন করেছে। আমার প্রতিদ্বন্ধি প্রার্থীকে ছোট করে কিছু বলতে চাই না। উনি নির্বাচন করছেন জনগনের মাঝে যাক এটাই ওনার কাছে আমি প্রত্যাশা করছি। জনগনের পাশে গিয়ে ভোট প্রার্থনা করুক। ষড়যন্ত্রকারীদের কথা না শুনে নিজের প্রতীক নিয়ে ভোটারদের ঘরে গিয়ে ভোট চাওয়ার আহবান করেন তিনি।
উঠান বৈঠকে স্থানীয় সমাজ সেবক আওলাদ হোসেনের সভাপতিত্বে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শ্যামলের সঞ্চানলয়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আলহাজ্ব শওকত আলী, সহসভাপতি আশরাফুল আলম, সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সস্পাদক জাহাঙ্গীর হোসেন, এমএ মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রতন, সহপ্রচার সস্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ সাত্তার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিপুর ৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শামীম আহম্মেদ, মো: বাদশা মিয়া, স্থানীয় আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, মাহফুজুর রহমান, কবির মোল্লা, মো: সেলিম, জুয়েল হোসেন, যুবলীগ নেতা মিলন আহম্মেদ, সাইদুর রহমান, ইব্রাহিম, আমজাদ হোসেন, খলিলুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।"
0 Comments
Please login to start comments