নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি হযরত মালেকশাই শাহী (র) এর মাজার শরীফ উরস মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চবটি মালেকশাই শাহী মাজারের সভাপতি হাজ্বী আলী নুরের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, মালেকশাই শাহী একজন অলি আওলীয়া ছিলেন। তিনি মানুষের কল্যানে কাজ করে গেছেন। আমরাও তাকে অনুসরন করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। আমি সব সময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করি।
আলী নুর আরও বলেন, এই মাজারকে অক্লান্ত পরিশ্রম করে আমি এই জায়গায় দার করিয়েছি। এখানে এসে অনেক মানুষ উপকার পেয়েছে। আমরাও আল্লাহর রহমতে অনেক উপরকার পেয়েছি। এই মাজারের উন্নয়নের জন্য আমি সব ধরনের কাজ করেছি এবং আগামীতেও করে যাবো। এসময় উপস্থিত ছিলেন, মাজারের খাদেম শাহ আলম, ফকির চান, বোরহান সহ এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তি বর্গ।
0 Comments
Please login to start comments