স্বাস্থ্য

ডায়াবেটিস


যাঁরা ডায়াবেটিসের রোগী, তাঁদের উচিত নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে দেখা। কিন্তু অনেকে শুধু রেগুলার ডায়াবেটিসের মাত্রাটা দেখেন। কিন্তু কার ডায়াবেটিস কতটুকু নিয়ন্ত্রণে রয়েছে, তা জানতে মাঝেমধ্যে আরো কিছু পরীক্ষা করে দেখা উচিত। পরামর্শ দিয়েছেন হরমোন বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলাম

শুধু লক্ষণের ওপর নির্ভর করে পরীক্ষা করা বা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কেউ সুস্থ বোধ করলেও সাধারণ নির্দেশিকা হিসেবে নিয়মিত নিম্নলিখিত পরীক্ষাগুলো করা উচিত—

• প্রতি তিন থেকে ছয় মাসে শরীরের ওজন এবং রক্তচাপ।

• প্রতি ১২ মাসে পায়ের পাতা পরীক্ষা।

• প্রতি ২ মাসে রক্তে শর্করার পরিমাণ (যাঁরা ইনসুলিননির্ভর চিকিৎসা করাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে আরো কম সময়ে পরীক্ষা করতে হবে।)

• প্রতি চার থেকে ছয় মাসে ব্লাড গ্লাইকেটেড হিমোগ্লোবিন।

•প্রতি ১২ মাসে ব্লাড ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, ইউরিন মাইক্রো অ্যালবুমিন, ক্রিয়েটিনিন রেশিও ইত্যাদি পরীক্ষা। 

Admin

0 Comments

Please login to start comments